পরিচিতি: ওয়েভ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।আপনি অবগত আছেন যে,ইউকে এইড- এর অর্থায়নে, ম্যাক্রাওয়েল স্ট্রাম্প -এর সহযোগিতায় বাস্তবায়নকারী সংস্থা ওয়ভে ফাউন্ডেশন আইনী সেবার মাধ্যমে জনগনের বিশেষত দরিদ্র নারী, প্রান্তিক জনগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিতদের সামাজিক ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে Strengthening Legal Servicefor the Marginalized( sls) Project এর কার্যক্রম চলছে। প্রকল্পের কার্য়ক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইউনিযন পর্যায়ে আগামী ২৮ ফেব্রুয়ারী ২০১৬ ইং তারিখে ইং তারিখে রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকার সময় যদুবয়রা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের সাথে লোকমোর্চা কিমিটির মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় আপনার উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।
গ্রাম আদালত: কতিপয় ছোট ছৌট দেওয়ানী ও ফৌজদাল বিরোধ স্থানীয় ভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিচারের নিমিত্তে গঠিত আদালতই হলো গ্রাম আদালত।
গ্রাম আদালতের লক্ষ্য:স্বল্প সময়ে অল্প খরচে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস