মামলার রায়
বাদী বিবাদী
মো: হাসানুর রহমান ০১। মোছা: রুশি খাতুন
পিতা: মো: মোফাজ্জেল হোসেন পিতা: মো: আব্দুল রশিদ
গ্রাম: দ: যদুবয়রা ডাক: যদুবয়রা ০২। মো: আব্দুল রশিদ
উপজেলা: কুমারখালী জেলা: কুষ্টিয়া। পিতা: মৃত লাদু শেখ
গ্রাম: এলঙ্গী আশ্চর্য্য ডাক: কুমারখালী
উপজেলা: কুমারখালী জেলা: কুষ্টিয়া।
স্বারক নং–যদুবয়রা ইউপি/২০১৮
তাং-১২/০৪/২০১৮ইং
অদ্য ১৬/০৪/২০১৮ তারিখে বাদী সহ বিবাদী পক্ষ স্বাক্ষী সহ হাজির হইবার জন্য দিনধার্য
করা হয়।
উভয় পক্ষ হাজির আছেন। স্বাক্ষী সহ বাদী ও বিবাদী পক্ষের বক্তব্য শুনলাম।
আলোচনা: বাদীর সহিত ১নং বিবাদীর ইসলামী শরিয়া অনুযায়ী ২০১৬ সালে বিবাহ হয়। বিবাহের পর কিছুদিন পর হইতে বিবাদীর পিতার নিকট হইতে যৌতুকের টাকার জন্য মারধর করেন ।ইতিমধ্যে বাদীর ওরশে বিবাদীর গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয় যাহার বয়স ০৯ মাস। বাদী বিবাদীর মাঝে মধ্যে তালাক প্রদানের হুমকি প্রদান করেন।
সিদ্বান্ত: উপস্থিত পক্ষগনের মধ্য বাদী বিবাদী লইয়া সঠিকভাবে সংসার করিবার জন্য ও শারিরীক ও মানষিক নির্যাতন না করিবার জন্য আদেশ দেন। কিন্তু বাদী পক্ষ উক্ত আদেশ সরাসরি অমান্য করিয়া উপস্থিত গন্যমান্য ব্যাক্তির সম্মূখে বিবাদীকে তালাক দিবেন মর্মে হুমকি দিয়া শালিসী বোর্ড হইতে চলে যান।
অতএব বাদী ও বিবাদী পক্ষকে উচ্চ আদালতে যাওয়ার জন্য প্রেরন করা হইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস