Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিশেষ অর্জন

বিশেষ অর্জন

মঞ্চ ও পথনাটক: ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্তলিটন আব্বাস মঞ্চ ‌ও পথ নাটক লিখেছেন ৮টি। “আরেকটি যুদ্ধ -‘আরেকটি শান্তিরমিছিল, স্বাধীনতা আমার জন্য, ন্যাড়া বেলতলায় রে, ভাল্লুখের হাতে খুনতা, ঘটক নিয়োগ বিজ্ঞপ্তি, বর বিক্রির বাতান, ফ্রি, খোড়’’।  তার লেখা মঞ্চ নাটক ‘ন্যাড়া বেল তলায় রে’ ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্তরাজবাড়ী, সাভার, ঢাকার বিভিন্ন অঞ্চলে একাধিকবার মঞ্চস' হয়েছে। উলেস্নখ্য সাভার ব্যাংক টাউন, গুলশান, ফার্মগেট কলমিলতা বাজার, কচিকাঁচা মিলনায়তন, টিএসসি, প্রেসক্লাব, নিউমার্কেট এলাকায় এই নাটকটি মঞ্চায়ন হয়েছে।

টিভি নাটক: টিভি নাটকেও তার পদচারণা লক্ষ্্যকরা যায়। তার লেখা বহুল প্রশংসিত ‘কাউন্টার মাস্টার’ নাটক  গত ৮ জুন’২০১২ সালে আরটিভিতে প্রচারিত হয়েছে। এছাড়াও তার ধারাবাহিক নাটক ঘাট-অঘাট (কচুরবনে পুষ্প ফুল), এক ঘন্টার নাটক ‘কাটিং মাস্টার প্রচারের অপেক্ষায় রয়েছে।

পরিচালনা :১৯৯৬ সালে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক নাট্য প্রতিযোগিতায় তার লেখা-‘‘ন্যাড়া বেল তলায় রে’ নাটকে নির্দেশনা দেন। এছাড়া‌ও টিভি নাটক-‘এক অদ্ভূত দ্বীর্ঘশ্বাস’ পরিচালনা করেছেন।